নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে করোনা মোকাবেলায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এর সহযেগিতায় এবং প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি ও “কৈশোর কর্মসূচির কিশোরী ক্লাবের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃস্পতিবার (১৪ মে) বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার বিলবৈলঠা ও বাবুডাইংয়ে হতদরিদ্রের মাঝে এ সহায়তা প্রদান করা হয়। কিশোরী ক্লাবের সভাপতি ও ক্লাবের সদস্যদের স্ব-উদ্যোগে এবং প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি যৌথভাবে এ কার্যক্রম কার্যক্রম বাস্তবায়ন করে। পর্যায়ক্রমে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সকল কিশোরী ক্লাবের উদ্যোগে এই অনুলূপ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৪ কেজি চাল, ১ কেজি মুশুর ডাল, ১ কেজি আলু, আধা কেজি পেঁয়াজ ও তেল।
বিতরণকালে উপস্থিত ছিলেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কর্মসূচি কর্মকর্তা মাইনুল ইসলাম, ফারুক হোসেন, পঙ্কজ কুমার পাল ও মসিউর রহমান।