প্রয়াসের উদ্যোগে গোমস্তাপুরে কোয়েল পাখি বিতরণ

93

DSC06294 (Small)

চাঁপাইনবাবগঞ্জের উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির উদ্যেগে সোমবার ৬০০ কয়েল পাখি বিতরণ করা হয়েছে। গোমস্তাপুর উপজেলার চৌডালায় সংস্থাটির চৌডালা ইউনিট কার্যালয়ে বিকালে এক অনুষ্ঠানের মাধ্যমে ৬ নারীকে ১০০টি করে কয়েল পাখি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রয়াসের পরিচালক, শাহ আজাদ ইকবাল, সংস্থাটির প্রানিসম্পদ ইউনিটের ফোকাল পারশন ফারুক আহম্মেদ, চৌডালা ইউনিট ম্যানেজার রেজাউল হক, প্রোগ্রাম অফিসার (টেকনিক্যাল) হাবিবুর রহমানসহ চৌডালা ইউনিটের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।