প্রয়াসের উদ্যোগে গবাদি প্রাণিকে টিকা প্রদান

91

9 (Custom)

চাঁপাইনবাবগঞ্জ সদর, গোমস্তাপুর ও নাচোল উপজেলায় মঙ্গলবার প্রয়াসের ৪ টি শাখা কর্ম এলাকায় ২ হাজার ৯০ টি গবাদি প্রাণিকে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধক টিকা প্রদান করা হছে। বেসরকারী উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি’র উদ্যোগে ইউপিপি-উজ্জীবিত প্রকল্পের আওতায়, পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও ইউরোপিয়ন ইউনিয়নের সহযোগিতায় এইসব টিকা প্রদান করা হয়। এ কার্যক্রমটি সমন্বয় করেন, প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক এবং ইউপিপি-উজ্জীবিত প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মিজানুর রহমান, তত্বাবধান করেন, প্রয়াসের আঞ্চলিক ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, ইউনিট ব্যবস্থাপক রবিউল ইসলাম, খাইরুল ইসলাম, গোলাম হোসেন মানিক ও ইমরান আলী। কার্যক্রম বাস্তবায়ন করেন ইউপিপি- উজ্জীবিত প্রকল্পের প্রোগ্রাম অফিসার জুবাইদুর রহমান, ফিরোজ কবীর, হাবিবুর রহমান, রাকিবুল ইসলাম, মাইনুল হক,  ওবাইদুর রহমান, সালাউদ্দীন বিশ্বাস, সজিবুল হক, আব্দুর রহমান প্রমুখ।
উল্লেখ্য একইভাবে উল্লিখিত শাখা অফিস গুলোতে চলতি বছরের জানয়িারি মাসের ২০ থেকে ২১ তারিখে গবাদি প্রাণিকে প্রথম পর্যায়ের টিকা প্রদান করা হয়।