চাঁপাইনবাবগঞ্জে শনিবার সাংবাদিক ইমতিয়ার ফেরদৌস সুইটের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ-উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাব স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। বিকেলে চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে স্মরণ সভায় সাংবাদিক সুইটের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন সাংবাদিকদের ঐতিহ্যবাহী এই সংগঠনটির সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক। স্মরণ সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. তসলিম উদ্দিন, গোলাম মোস্তফা মন্টু, আনোয়ার হোসেন দিলু, আমিনুল ইসলাম, মোহা. আব্দুল্লাহ, রবিউল হাসান ডলার, ফয়সাল মাহমুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি জাফরুল আলম, সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, মাহবুবুল ইসলাম ইমন, মেহেদি হাসান, জহুরুল ইসলাম।
শেষে সাংবাদিক ইমতিয়ার ফেরদৌস সুইটসহ প্রেস ক্লাবের প্রয়াত সকল সদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাংবাদিক ইমতিয়ার ফেরদৌস সুইটের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রেস ক্লাব এর আয়োজন করে।
শনিবার বিকেল সাড়ে ৪টায় নাচোল উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য দেন, সমাজসেবা কর্মকর্তা আল গালিব, নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়ক হাবিবুর রহমান, উপজেলা সাব-রেজিস্ট্রার মোরশেদ আলম, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য রয়েল বিশ্বাস, দৈনিক সানশাইন পত্রিকার বাণিজ্যিক প্রধান ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন। স্মরণ সভায় প্রয়াত সাংবাদিক সুইটের কর্মজীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন, উপজেলা প্রেস ক্লাবের সদস্যসচিব নূরুল ইসলাম বাবু, একেএম জিলানী, মতিউর রহমান, সহিদুল ইসলাম, হাসানুজ্জামান ডালিম, ইব্রাহীম বাবুসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
শেষে মোনাজাত পরিচালনা করেন নাচোল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাও. আলহাজ এনামুল হক।
উল্লেখ্য, গতবছর ১৫ আগস্ট সকাল পৌনে ৭টায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে সাংবাদিক ইমতিয়ার ফেরদৌস সুইট ইন্তেকাল করেন।