চাঁপাইনবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির (নজেকশিস) প্রয়াত সদস্যদের নমিনীদের মাঝে অনুদান ও জমাকৃত টাকার লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে। সেই সঙ্গে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শাহনেয়ামতুল্লাহ কলেজের সুলতানুল ইসলাম মনি উকিল মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজনে করা হয়।
জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে চেক বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আতাউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, সমিতির সহ-সভাপতি অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী, নাচোল সরকারি কলেজের অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমানসহ জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে মোট ৫ জন মৃত সদস্যের নমিনীর মাঝে ২১ লাখ ৯ হাজার ৬৬৯ টাকার চেক বিতরণ করা হয় এবং জেলার বিভিন্ন বেসরকারি কলেজের ৮৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।