বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on জুন ৬, ২০২৪ by

প্রেস কাউন্সিলের আয়োজনে সাংবাদিকদের প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।
প্রেস কাউন্সিলের রিসোর্স পার্সন হিসেবে প্রেস কাউন্সিল অ্যাক্ট-১৯৭৪ এর আলোকে সাংবাদিকদের করণীয়সহ সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সরকারের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অর্থ) আব্দুল কালাম সাহিদ। সূচনা বক্তব্য দেন- জেলা তথ্য অফিসার আব্দুল আহাদ।
জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ প্রেস কাউন্সিল এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। পরে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

About The Author

শেয়ার করুন