বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ শাবান, ১৪৪৬ হিজরি

Last Updated on অক্টোবর ১৪, ২০২৪ by

প্রেমের কথা স্বীকার করলেন শ্রদ্ধা কাপুর

বর্তমানে ‘স্ত্রী ২’-এর সাফল্যে ভাসছেন শ্রদ্ধা কাপুর। সিনেমাটি ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়ের তালিকায় জায়গা করে নিয়েছে। পেছনে ফেলেছে শাহরুখের পাঠান ও জওয়ানের মতো ব্লকবাস্টারকে। আর এই সিনেমার কৃতিত্ব অনেকাংশেই শ্রদ্ধার, এমনটাই মানছেন তার ভক্তরা। শ্রদ্ধাও বেজায় খুশি। কিন্তু এখানেই খুশির কারণ শেষ নয়, ব্যক্তি জীবনেও দারুণ সময় কাটাচ্ছেন শ্রদ্ধা কাপুর। কয়েক মাস ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল যে রাহুল মোদির সঙ্গে নাকি ডেট করছেন নায়িকা। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে খুব কমই চর্চা হয়। তবে কসমোপলিটনকে দেওয়া নতুন এক সাক্ষাৎকারে শ্রদ্ধা জানিয়েছেন যে, ‘তিনি তার সঙ্গীর সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন।’ আর সেখান থেকেই তার প্রেমের গুঞ্জন আরও জোড়ালো হয়েছে। সাক্ষাৎকারে শ্রদ্ধা তার সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন। নায়িকা বলেছেন, ‘আমি আমার সঙ্গীর সঙ্গে একসঙ্গে সময় কাটাতে ভালোবাসি। সেটা সিনেমা দেখা হোক, বা ডিনার করতে যাওয়া কিংবা কোথাও ঘুরতে যাওয়া, এই সবই আমার পছন্দের। আমি এমন একজন যে একসঙ্গে এইসব কাজ করতে বা কিচ্ছু না করে কেবল চুপচাপ পাশে বসে সময় কাটাতে পছন্দ করি।’ সাক্ষাৎকারে নিজের বিয়ের পরিকল্পনা নিয়েও কথা বলেন শ্রদ্ধা। অভিনেত্রী বলেন, ‘বিয়েতে বিশ্বাস করা বা না করা নয়, বরং জীবনসঙ্গী হিসেবে সঠিক মানুষটাকে বেছে নেওয়া সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যদি কেউ মনে করেন যে তারা বিয়ে করতে চান, তবে তাদের মধ্যে সম্পর্কটাও দারুণ হওয়া উচিত। তবে তারা যদি মনে করে যে তারা বিয়ে করতে চান না, কেবল একসঙ্গে থাকতে চান, সেক্ষেত্রেও সম্পর্ক দুর্দান্ত হওয়া প্রয়োজন।’ এর আগে শ্রদ্ধা তার প্রথম সিনেমা ‘আশিকি ২’-এর অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন বলে গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও তারা কেউই এই বিষয়টি নিয়ে জনসমক্ষে কিছু প্রকাশ করেনি। পরে ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’-এ কাজ করার সময় রাহুল মোদীর সঙ্গে তার সম্পর্ক গড়ে উঠেছে বলে শোনা গেছে। এখনও দুজন সম্পর্কে রয়েছেন বলেই গুঞ্জন রয়েছে বলিউডের বাতাসে।

About The Author

শেয়ার করুন