দীর্ঘদিনের প্রেমিক জেনে গুডএনাফের সঙ্গে গত ২৮ ফেব্রুয়ারি লস এঞ্জেলসে চুপিচুপি বিয়ে সেরেছেন বলিউডের ‘প্রিটি গার্ল’ প্রীতি জিনতা। কিন্তু সেই জন্য কি তাঁর বলিউডি বন্ধুরা ভুরিভোজ থেকে বাদ পড়বেন। আগামী এপ্রিলে রাজস্থানি স্টাইলে মুম্বাইতে গ্র্যান্ড পার্টি দেবেন নায়িকা। সেই বিবাহত্তোর সংবর্ধনায় অতিথি আপ্যায়নের দায়িত্বে থাকবেন সালমান খান।
হৃতিক রোশন, অভিষেক বচ্চন, আরবাজ খান, ববি দেওলের মতো প্রীতির ঘনিষ্ঠরা তো থাকবেনই। এ ছাড়াও থাকবেন বি-টাউনের তারকারা। থাকবেন প্রীতির সহ অভিনেতা বলিউডের তিন খান। জাঁকালো অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হয়ে আসবেন তিন খান- আমির, শাহরুখ ও সালমান। তিনজনের সঙ্গে প্রীতির দারুণ বন্ধুত্ব। তবে সেদিন প্রীতির হয়ে হোস্ট হবেন সাল্লু মিঞা। ভাইজানের সঙ্গে নায়িকার বন্ধুত্বটা ‘বিশেষ’ কি না!
খানদের মধ্যে সালমানের সঙ্গে সর্বাধিক চারবার জুটি বেঁধেছেন প্রীতি। তাদের ছবিগুলো হলো- ‘হার দিল জো পেয়ার কারেগা’ (২০০০), ‘চোরি চোরি চুপকে চুপকে’ (২০০১), ‘দিল নে জিসে আপনা কাহা’ (২০০৪), ‘জান-এ-মান’ (২০০৬)। এ ছাড়া প্রীতির প্রযোজনায় ‘ইশক ইন প্যারিস’ (২০১৩) ছবিতে স্বল্প উপস্থিতির চরিত্রে অভিনয় করেন সাল্লু।
যদিও লস এঞ্জেলসে প্রীতির বিয়েতে হাজির ছিলেন সুজান খান, সুরিলি গোয়েল। সোশাল মিডিয়ায় সে ছবি শেয়ারও করেছিলেন সুজান।