বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on ডিসেম্বর ১৯, ২০২৪ by

প্রিয় প্রয়াস
আবদুল্লাহ রাজ

জন্মগ্রহণ করেছ তুমি
মানবের উন্নয়নের জন্য
সহ¯্র সালাম জানাই
সশ্রদ্ধ চিত্তে বলি ধন্য ধন্য।

আগলে রেখেছ তুমি
মিটিয়েছ ক্ষুধা
তৃষ্ণিত হয়ে তোমারে করি পান
তোমাতেই মেটাই সুধা।

রোগের আরোগ্য তুমি
করো সৌন্দর্যের বর্ধন
মানব প্রকল্পের রূপকার তুমি
উন্নয়নে দেশ-দশ সর্বজন।

মানবের জয়গান গাও তুমি
মানুষেই তোমার প্রেরণা
অকাতরে বিলিয়েছ প্রাণ
সর্বদা স্বরি কখনো ভুলি না।

স্বমহিমায় উজ্জ্বল তুমি
মহিমান্বিত করেছ নিজেকে
ধ্বনিত হউক তোমার আওয়াজ
পৃথিবীতে বাতাসে অন্তরীক্ষে।

প্রিয় প্রয়াস
আবদুল্লাহ রাজ

জন্মগ্রহণ করেছ তুমি
মানবের উন্নয়নের জন্য
সহস্র সালাম জানাই
সশ্রদ্ধ চিত্তে বলি ধন্য ধন্য।

আগলে রেখেছ তুমি
মিটিয়েছ ক্ষুধা
তৃষ্ণিত হয়ে তোমারে করি পান
তোমাতেই মেটাই সুধা।

রোগের আরোগ্য তুমি
করো সৌন্দর্যের বর্ধন
মানব প্রকল্পের রূপকার তুমি
উন্নয়নে দেশ-দশ সর্বজন।

মানবের জয়গান গাও তুমি
মানুষেই তোমার প্রেরণা
অকাতরে বিলিয়েছ প্রাণ
সর্বদা স্বরি কখনো ভুলি না।

স্বমহিমায় উজ্জ্বল তুমি
মহিমান্বিত করেছ নিজেকে
ধ্বনিত হউক তোমার আওয়াজ
পৃথিবীতে বাতাসে অন্তরীক্ষে।

 

About The Author

শেয়ার করুন