প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তিসহ জেলায় প্রথম নাজীব

524

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিউগল বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র নাজীব মাহমুদ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সেই সঙ্গে ৬০০ নম্বরের মধ্যে ৫৯৭ পেয়ে সে জেলায় প্রথম স্থান অধিকার করেছে।
নাজীব চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার শেরপুর আড্ডার শিক্ষক মোহা. দুরুল ইসলাম ও গৃহিণী মাতা মাহমুদা খাতুনের সন্তান। পিতা দুরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা দারুস সুন্নত ফাযিল মাদরাসার সহকারী মৌলভি হিসেবে কর্মরত। তার চাকরির সুবাদে নাজীবরা চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর মহল্লায় বসবাস করেন। নাজীব সকলের দোয়া প্রার্থী।