চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কৃষি কাজে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার-কীটনাশক ব্যবহার বন্ধ ও আন্তর্জাতিক প্রাণবৈচিত্র দিবস/২০১৫ পালিত হয়েছে। এ উপলক্ষে বরেন্দ্র উন্নয়ন স্বেচ্ছাসেবক ঐক্যের ব্যানারে মানবন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় আমনুরা-আড্ডা সড়কের নাচোল বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত মানববন্ধন ও সংক্ষিপ্ত পথসভায় মাত্রতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যাহারের ফলে দেশীয় জাতের মাছ, ফল, শস্য, ঔষধী উদ্ভিদ, রক্ষার দাবীতে জনমত গড়ে তোলার জন্য সকল পেশা-শ্রেণীর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে মানবন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, সংগঠনের সভাপতি শামিম অক্তার, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ও উপদেষ্টা শনৎ সাহা।
ব্যানার ও প্লাকার্ডে “রক্ষা কর বনভূমি,রক্ষা পাবে কৃষি জমি”,পাখি মরা বন্ধকর প্রাণবৈচিত্র রক্ষাকর” প্রভৃতি শ্লোগান সবার দৃষ্টিকাড়ে। স্বেচ্ছাসেবক দল ও বেসরকারী উন্নয়ন সংগঠন বারসিকের সহযোগিতায় এ কর্মসূচি আয়োজন করা হয়।