প্রাণঢালা অভিনন্দন

110

gourbangla logoআসে যবে দিনটি শনিবার
মনের জানালা খুলি বার বার
ভাবি শুধু বসে কখন
আসবে গৌড় বাংলার হকার
পরশ পাব শুভ সকালে
প্রিয় গৌড় বাংলার।
গৌড় বাংলা নিয়ে হাতে
হকার যখন কাছে আসে
এক গুচ্ছ কবিতা চোখের সামনে ভাসে
কবিতার কাব্যিক রসে।
পাঠকের মন সিক্ত করে যারা
চির অমর, চির স্মরণীয়
হোক তারা
কবি লেখক গণ
তোমরা সবার শ্রদ্ধা ভাজন
তোমাদের জন্য রইল আমার
নববর্ষের প্রাণ ঢালা অভিনন্দন।