আসে যবে দিনটি শনিবার
মনের জানালা খুলি বার বার
ভাবি শুধু বসে কখন
আসবে গৌড় বাংলার হকার
পরশ পাব শুভ সকালে
প্রিয় গৌড় বাংলার।
গৌড় বাংলা নিয়ে হাতে
হকার যখন কাছে আসে
এক গুচ্ছ কবিতা চোখের সামনে ভাসে
কবিতার কাব্যিক রসে।
পাঠকের মন সিক্ত করে যারা
চির অমর, চির স্মরণীয়
হোক তারা
কবি লেখক গণ
তোমরা সবার শ্রদ্ধা ভাজন
তোমাদের জন্য রইল আমার
নববর্ষের প্রাণ ঢালা অভিনন্দন।