প্রাচীন শিলালিপি জাতীয় জাদুঘরে হস্তান্তর

77

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক সোনামসজিদ সংলগ্œ তোহাখানা এলাকা থেকে উদ্ধার হওয়া পবিত্র কোরআন শরিফের আয়াত লেখা কালোপাথরের একটি প্রাচীন শিলালিপি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এরশাদ হোসেন খান জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় জাদুঘরের উপ কীপার মোহাম্মদ মনিরুল হকের কাছে শিলালিপিটি হস্তান্তর করেন। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তাসহ জাতীয় জাদুঘরের রেজিস্ট্রেশন অফিসার আবু ইউসুফ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৭ সালের অক্টোবর মাসে আরবী হরফে কোরআনের আয়াত লেখা সম্বলিত শিলালিপিটি উদ্ধার করা হয়েছিল। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়েরের পর শিলালিপিটি জেলা প্রশাসনের ট্রেজারিতে সংরক্ষণ করা হয়।