প্রস্তুতি নিচ্ছেন ফারিয়া

42

কাজের প্রস্তুতি নিচ্ছেন চলতি সময়ের আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। লকডাউন শেষে দুই মাস পর গ্রাম থেকে ঢাকায় ফিরেছেন তিনি। আর এসেই নতুন করে ব্যস্ত হচ্ছেন। লকডাউনের টানা দুই মাস ময়মনসিংহে নিজেদের ফার্মহাউজে ছিলেন ফারিয়া। পরিবারের সঙ্গে সেখানেই অন্যরকম সময় পার করেছেন। এ বিষয়ে ফারিয়া বলেন, যখন করোনা সংক্রমণ শুরু হলো, এর পরপরই চলে গিয়েছিলাম নিজ এলাকায়। বাড়িতে বয়োজ্যেষ্ঠ সদস্য আছেন। এ কারণে সংক্রমণের ঝুঁকিও বেশি। তাই তাদের সবাইকে নিয়ে ফার্ম হাউজে উঠেছিলাম। তবে সেটা যে এত লম্বা সময়ের জন্য হবে একদমই বুঝিনি। ফারিয়া আরো জানান, এপ্রিলের প্রথম সপ্তাহে গিয়েছিলেন সেখানে। আর ফিরেছেন চলতি মাসের ১ তারিখ। এই দুই মাস অসাধারণ কেটেছে তার, যদিও মিস করেছেন প্রতিদিনের শরীরচর্চা। ফারিয়ার ভাষ্য, এই সময়টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। নিজ পরিবারকেও সময় দিলাম। কয়েক দিন আগেই তো লকডাউন খোলা হয়েছে। আমিও গ্রাম থেকে বেরিয়ে পড়লাম। কারণ, অনেক কাজ জমে গেছে। আস্তে আস্তে সেসব কাজ গুছিয়ে নিতে হবে। নিজেকে শুটিংয়ের জন্য প্রস্তুত করতে হবে। আগের থেকে অনেক পরিশ্রম করতে হবে। আনন্দের দু’টো মাস আপাতত ভুলে যেতে হবে। এদিকে ফারিয়া অভিনীত ‘শাহেনশাহ’ গত ৬ই মার্চ মুক্তি পায়। এখানে নাম্বার ওয়ান নায়ক শাকিব খানের বিপরীতে ছিলেন তিনি। আর ৮ই মার্চ দেশে করোনা শনাক্ত হয়। যার ফলে ছবিটি আশানুরূপ সাড়া মেলেনি। ফারিয়া ইতোমধ্যে কাজ শেষ করেছেন দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার। আর শিহাব শাহীনের ‘যদি…কিন্তু…তবুও’ ছবির শুটিং শুরু করেও বন্ধ করে দিতে হয়েছিল করোনার কারণে। এতে তার বিপরীতে রয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব। তবে এগুলোর শুটিং ফের শুরু হচ্ছে কবে, সেটি এখনও চূড়ান্ত হয়নি। ফারিয়া বলেন, এখন সব নতুন করে শুরু করবো। অনেক দিন কাজ করিনি। শুটিং সেরকম নিরাপত্তার মাঝে শুরু হলে তাতে অংশ নিবো। আর প্রত্যাশা রাখি করোনা খুব দ্রুতই যেন আমাদের দেশ তথা পৃথিবী থেকে বিদায় নেয়। তবে যতদিন এটা থাকবে সবাইকে সচেতন হতে হবে। বাসায় যতটুকু সম্ভব থাকার চেষ্টা করতে হবে। বাইরে বের হলে মাস্ক ব্যবহার করতে হবে। আর যে নিয়মের কথা বলা হচ্ছে তা পালন করতে হবে। তাহলেই এই পরিস্থিতি থেকে বের হতে পারবো আমরা। আর যতটা সম্ভব নিম্ন আয়ের মানুষের পাশেও আমাদের সবার দাঁড়ানো উচিত।