বুধবার, ২৫ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মার্চ ৪, ২০২৫ by

প্রশাসনের লোক পরিচয়ে প্রতারণা

খোয়া গেল এক পথচারীর ৩০ হাজার টাকা

চাঁপাইনবাবগঞ্জে প্রশাসন পরিচয়ে প্রতারণার ফাঁদে ফেলে এক পথচারীর কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়ে গেছেন এক প্রতারক। মঙ্গলবার সকাল ১০টার পর ট্রেজারি অফিসের সামনে ভূমি অফিস-লাখেরাজপাড়া রাস্তায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পথচারী সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. মতিউর রহমান অভিযোগকারীর বরাত দিয়ে বলেন, মঙ্গলবার সকাল ১০টার পর ‘সদর উপজেলা ভূমি অফিস-লাখেরাজপাড়া রাস্তায় ট্রেজারি অফিসের সামনে এক প্রতারক মোটরসাইকেলযোগে এসে এক পথচারীকে প্রশাসনের পরিচয় দিয়ে বলেÑ ‘আমি প্রশাসনের লোক। এই রাস্তায় গাঁজা, হেরোইনসহসহ মাদক পাচার হয়। দেখি তোমার কাছে কি আছে?’ বলে পথচারীর দেহ তল্লাশি করে ৩০ হাজার টাকা পায় এবং বলে, ‘এগুলো তো জাল টাকা।’ এ কথা বলে টাকাগুলো নিয়ে প্রতারক চলে যায়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণসহ ছিনতাইকারীকে ধরতে পুলিশ কাজ শুরু করেছে বলেও জানান ওসি।

About The Author

শেয়ার করুন