Last Updated on জুলাই ১৪, ২০২৪ by
প্রশান্ত মহাসাগরে চীন ও রাশিয়ার যৌথ সামুদ্রিক টহল
সম্প্রতি পশ্চিম ও উত্তর প্রশান্ত মহাসাগরে চীনা ও রাশিয়ার নৌ বহরগুলো যৌথ সামুদ্রিক টহল পরিচালনা করেছে। এ নিয়ে চতুর্থবারের মতো এ ধরনের যৌথ টহল পরিচালনা করলো দেশগুলো। রোববার চীনা রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। সিসিটিভি বলেছে, উভয় দেশের মধ্যকার একটি বার্ষিক ব্যবস্থার অংশ হিসেবে এই টহল পরিচালিত হলো। এটি তৃতীয় কোনো পক্ষকে লক্ষ্যবস্তু করে করা হয়নি। সিসিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই পদক্ষেপের সঙ্গে বর্তমান আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই।