সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on জানুয়ারি ১, ২০২৫ by

প্রশংসিত হচ্ছে মিরাজের স্পিরিট অফ ক্রিকেট

গত ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুসকে টাইমড আউট করে সাড়া ফেলে দিয়েছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান। এবার বিপিএলে মেহেদী হাসান মিরাজের কাছে সেই সুযোগ আসলেও প্রতিপক্ষের ব্যাটারকে টাইমড আউট করলেন না খুলনা টাইগার্সের অধিনায়ক। আর তাতে প্রতিপক্ষ অধিনায়ক মোহাম্মদ মিঠুন মিরাজের প্রশংসায় পঞ্চমুখ। গত মঙ্গলবার খুলনা টাইগার্স বনাম চিটাগং কিংসের মধ্যকার ম্যাচে ঘটে এ ঘটনা। খুলনার দেয়া রান তাড়া করতে নামলে দ্রুত উইকেট হারাতে থাকে চট্রগ্রাম। চট্টগ্রামের দক্ষিণ আফ্রিকান ব্যাটার টমাস ও’কনেল হয়তো ভাবতে পারেননি এত দ্রুত তাকে মাঠে নামতে হবে। সপ্তম ওভারের প্রথম বলে চট্টগ্রামের ব্যাটার হায়দার আলী আউট হলে ক্রিজে আসতে অনেকটা দেরী হয় পরবর্তী ব্যাটার টমাস ও’কনেলের। কারণ ড্রেসিংরুমে তখনো ব্যাটিংয়ে নামার জন্য সেভাবে প্রস্তুত ছিলেন না তিনি। এ ঘটনায় খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আম্পায়ারের কাছে টাইমড আউটের আবেদন করলে আম্পায়ার সাড়া দেন। এবং ওকনেল হাঁটেন ড্রেসিংরুমের দিকে। কিছুক্ষণ পর মত বদলে ওকনেলকে ফিরিয়ে আনেন মিরাজ। তবে মিরাজের প্রথম বলেই আউট হয়ে যান এই ব্যাটার। এ নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিরাজের প্রশংসাই করে চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিঠুন বলেন, ‘‘আসলে মিরাজ অনেক বড় মনের পরিচয় দিয়েছে। এখানে অবশ্যই মিরাজকে কৃতিত্ব দিতে হবে। টি-টোয়েন্টি ম্যাচে এমন হওয়া উচিত নয়। একজন ব্যাটারের সব সময় প্রস্তুত থাকা উচিত। ও (ও’কনেল) প্রস্তুত হতে দেরি করেছে।’’ মিঠুন আরো বলেন, ‘‘ও’কনেল হয়তো বুঝতে পারেনি এত দ্রুত উইকেট পড়বে। এ জন্য ধীরেসুস্থে প্রস্তুত হচ্ছিল। আমি মনে করি, মিরাজ দারুণ কাজ করেছে। প্রশংসা অবশ্যই ওর প্রাপ্য। আর এটা তো ক্রিকেটের নিয়ম, সময়মতো না গেলে ফিল্ডিং দল আবেদন করবেই।’’

About The Author

শেয়ার করুন