Last Updated on জুলাই ১৪, ২০২৪ by
প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলায় প্রশিক্ষণ
চাঁপাইনবাবগঞ্জে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলায় কমিউনিটি রেডিওর সম্প্রচার বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল থেকে জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াসের নকীব হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় রেডিও মহানন্দার সম্প্রচারকারীরা অংশগ্রহণ করেন।
এতে প্রশিক্ষণ প্রদান করেন- বিএনএনআরসি আয়োজিত ট্রেনিং অব ফ্যাসিলেটেটরসে অংশগ্রহণকারী প্রয়াসের পরিচালক ও রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস এবং রেডিও মহানন্দার প্রযোজক (অনুষ্ঠান ও খবর) নয়ন আলী।
কর্মশালায় প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা বিষয়ে বক্তব্য দেন- রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন- প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের টিম লিডার আহম্মেদ ফ্রান্স, রেডিও মহানন্দার সহকারী প্রযোজক (অনুষ্ঠান ও খবর) মৌটুসী চৌধুরী, সোনিয়া শীল, উম্মে আয়েশা সিদ্দিকা, সহকারী টেকনিক্যাল অফিসার শাহরিয়ার হোসেনসহ আরো অনেকে।
কর্মশালায় প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা কী, এর ধরন, প্রভাব, এটি মোকাবিলায় ব্যক্তিপর্যায়ে করণীয়, সংশ্লিষ্ট অংশীজন তথা সরকার, প্রযুক্তি কোম্পানি, নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান, কমিউনিটি রেডিওসহ গণমাধ্যম এবং নাগরিক সমাজের করণীয় বিষয়ে আলোচনা করা হয়। সেই সাথে এটি মোকাবিলায় রেডিও মহানন্দায় অনুষ্ঠান সম্প্রচারের লক্ষে কর্মপরিকল্পনা তৈরি করা হয়।
বিএনএনআরসি’র কারিগরি সহায়তায় দিনব্যাপী কর্মশালাটির আয়োজন করে রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।