মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ২১, ২০২৫ by

প্রয়াস ফোক থিয়েটারের পরিবেশনা দেখলেন রুজভেল্ট ইউনিভার্সিটির প্রফেসর

চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের গম্ভীরা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেখলেন মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর রুজভেল্ট ইউনিভার্সিটির রউফ এ ওয়েইল প্রফেসর অব ফাইন্যান্স ড. তানভীর হাসান।
এসময় তার সঙ্গে ছিলেন— ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ’র সোশ্যাল সাইন্সেস অ্যান্ড হিউম্যানিটিজ ডিপার্টমেন্ট প্রফেসর ড. বখতিয়ার আহমেদ ও ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাংগুয়েজ ডিপার্টমেন্টের প্রফেসর ড. মাহমুদ হাসান খান এবং সমাজকর্মী মিসেস ইলোরা বখতিয়ার।
এর আগে সকালে তারা শিবগঞ্জে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির স্মার্ট প্রকল্পের আওতায় পরিচালিত একটি আমবাগান পরিদর্শন করেন। পরে সোনামসজিদ এলাকা ঘুরে দেখেন।
প্রয়াস ফোক থিয়েটারে অতিথিদের স্বাগত জানান প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন।
এসময় প্রয়াসের পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন বিভাগ) এবং রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, রেডিও মহানন্দার সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিম, স্মার্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ জাহাঙ্গীর আলম, প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, স্মার্ট প্রকল্পের টেকনিক্যাল অফিসার কৃষিবিদ রিফাত আমিন হিরা, পরিবেশ কর্মকর্তা ইকবাল মাহমুদ, প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের টিম লিডার সাহেদ সিদ্দিক ফ্রান্স, প্রয়াসের ইউনিট-১ ব্যবস্থাপক ওজিউর রহমান, অফিসার শাহরিয়ার শিমুলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

About The Author

শেয়ার করুন