Last Updated on সেপ্টেম্বর ২০, ২০২৪ by
প্রয়াসের রিজওনাল ও জোনাল ম্যানেজারদের প্রশিক্ষণ
চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির রিজওনাল ও জোনাল ম্যানেজারদের সুপারভিশন ও মনিটরিং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে। শুক্রবার থেকে দুইদিনের এই প্রশিক্ষণ আজ শনিবার শেষ হবে।
শুক্রবার সকাল থেকে জেলা শহরের বেলেপুকুরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
প্রশিক্ষণে শুভেচ্ছা বক্তব্য দেন প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন।
প্রশিক্ষণে ফান্ড ম্যানেজমেন্ট বিষয় নিয়ে আলোচনা করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির পরিচালক পঙ্কজ কুমার সরকার।
প্রয়াসের ভাবাদর্শ, মিশন, ভিশন, মূল্যবোধ ও প্রতিশ্রুতিবদ্ধতা বিষয়ে আলোচনা করেন কনিষ্ঠ সহকারী পরিচালক (প্রশিক্ষণ) আব্দুস সালাম।
কাজে যোগদান, অব্যবহিত, ছাড়পত্র, বদলী, স্থায়ীকরণ, ইনক্রিমেন্ট, পদোন্নতি, ক্লাস্টার পরিবর্তন, ছুটি, কাজের অনুকুল পরিবেশ, সফটওয়্যর ক্রস চেকিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন বিভাগ) ফিরোজ আলম।
প্রশিক্ষণে ২৮ জন রিজওনাল ও জোনাল ম্যানেজার অংশ নিয়েছেন।