Last Updated on ডিসেম্বর ২৪, ২০২৪ by
প্রয়াসের ফার্ম পরিদর্শনে গোদাগাড়ীর ইউএনও
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুল হায়াত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ব্ল্যাকবেঙ্গল ছাগলের প্রজনন খামারের আওতাধীন ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ও শিপ ফার্ম পরিদর্শন করেছেন। মঙ্গলবার দুপুরে গোদাগাড়ীর ঠাকুরযৌবনে অবস্থিত প্রয়াসের এ ফার্ম পরিদর্শনে আসেন তিনি।
এসময় গোদাগাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শায়লা শারমিন, যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ উদ্দীন, উপজেলা নির্বাচন অফিসার জেবুন্নেছা শাম্মী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোমেনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ, উপজেলা হিসাবরক্ষণ অফিসার আজিজ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মানিক ইউএনও’র সঙ্গে ছিলেন।
খামার পরিদর্শন ও খামার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রয়াসের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল।
এসময় উপস্থিত ছিলেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, পরিচালক (মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস, আরএমটিপি ডেইরি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ডা. মাহমুদুল হাসান, প্রোডাক্ট প্রোমোশন অ্যান্ড মার্কেটিং অফিসার তোহরুল ইসলাম, সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলেটেটর হাসান আলী, আব্দুল্লাহ-আল-কাফি, খামার ব্যবস্থাপক জামাল উদ্দিন, অফিসার শাহরিয়ার শিমুলসহ অন্যরা।
পরিদর্শন শেষে প্রতিক্রিয়া ব্যক্ত করে ইউএনও আবুল হায়াত বলেন-চমৎকার একটি কাজ করেছে প্রয়াস। এধরনের একটি খামার করার জন্য প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটিসহ সংস্থাটির নির্বাহী পরিচালকের ভূয়সী প্রশংসা করেন তিনি।