মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on ডিসেম্বর ১৯, ২০২৪ by

প্রয়াসের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ১৯৯৩ সালের ১৯ ডিসেম্বর ছোট পরিসরে যাত্রা শুরু করে দীর্ঘ ৩১ বছর পার করে বৃহস্পতিবার ৩২ বছরে পা রেখেছে প্রতিষ্ঠানটি।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে জেলাশহরের বেলেপুকুরে প্রয়াসের নকীব হোসেন মিলনায়তনে কেক কাটা করা হয়। এ সময় উচ্ছ্বাসে মেতে উঠেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, প্রয়াসের নির্বাহী কমিটির সদস্য খন্দকার আব্দুল ওয়াহেদ, যুগ্ম পরিচালক নাসের উদ্দীন, সিনিয়র সহকারী পরিচালক (নিরীক্ষণ) আবুল খায়ের খান, কনিষ্ঠ সহকারী পরিচালক ফিরোজ আলম ও মু. তাকিউর রহমান, সিনিয়র ম্যানেজার ইসরাত জাহান, প্রয়াস হাসপিটালের সিনিয়র ব্যবস্থাপক হোসেন আলী, ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী বকুল কুমার ঘোষ, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম, স্মার্ট প্রকল্পের টেকনিক্যাল অফিসার রিফাত আমিন হিরাসহ অন্যরা।
অনুষ্ঠানে প্রয়াসের বিভিন্ন প্রকল্প, সহযোগী সংগঠন ও শুভানুধ্যয়ীগণ নির্বাহী পরিচালক হাসিব হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান।

About The Author

শেয়ার করুন