Last Updated on মে ১৫, ২০২৫ by
প্রয়াসের খামার পরিদর্শন ইডকল প্রতিনিধি দলের
প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ব্ল্যাক বেঙ্গল ছাগল, ডেইরি, শিপ ও ফ্যাটেনিং ফার্ম পরিদর্শন করেছেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)’র প্রতিনিধি দল। বৃহস্পতিবার রাজশাহীর গোদাগাড়ীর ঠাকুরযৌবনে অবস্থিত খামারটি পরিদর্শন করেন তারা।
প্রতিনিধি দলে ছিলেন- ইডকলের চিফ রিস্ক অফিসার মোহাম্মাদ জাবেদ ইমরান, সিনিয়র অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট (বায়োগ্যাস ইউনিট প্রধান) রাশেদ রহমান খান, প্রোডাক্ট ম্যানেজার (গ্রিন বিল্ডিং) এইচএম পলাশ, সিনিয়র অফিসার (ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট) জি এম সাহেদ রাব্বি ও ময়মনসিংহ রিজিয়ন ম্যানেজার সাব্বির হোসেন।
সকালে ইডকলের প্রতিনিধি দলকে চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাটির প্রধান কার্যালয়ে ফুল দিয়ে বরণ করে নেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন।
পরে তারা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের ঠাকুরযৌবনে অবস্থিত প্রয়াসে ব্ল্যাক বেঙ্গল ছাগল, ডেইরি, শিপ ও ফ্যাটেনিং ফার্ম পরিদর্শনে যান। প্রতিনিধি দল সেখানে বায়োগ্যাস প্লান্ট, আল্ট্রাহাইডেনসিটি আমবাগান, ইরিগেশন ক্ষেত, নেপিয়ার, পাকচং, জাম্বু ঘাসের মাঠ ঘুরে দেখেন।
এসময় প্রয়াসের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল, ডিপ্লোমা কৃষিবিদি জামাল উদ্দিন, অফিসার শাহরিয়ার শিমুল উপস্থিত ছিলেন।