Last Updated on জুন ২৫, ২০২৫ by
প্রয়াস এগ্রোর ফুড প্রসেসিং প্ল্যান্ট পরিদর্শন ড. হাসানুজ্জামানের
চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কার্যক্রম পরিদর্শন করেছেন বৃহত্তর কৃষি উন্নয়ন প্রকল্প রাজশাহীর প্রকল্প পরিচালক ড. হাসানুজ্জামান। বুধবার সকালে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই-পলশায় অবস্থিত প্রয়াসের ইউনিট-১ এলাকায় প্রয়াস এগ্রোর ফুড প্রসেসিং প্ল্যান্ট পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন দলে আরো ছিলেন— ডেপুটি উপ-প্রকল্প পরিচালক, মো. এস আমিনুজ্জামান ও কৃষি সম্প্রচারণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের শস্য বিশেষজ্ঞ কৃষিবিদ ড. মো. জহুরুল ইসলাম।
এসময় প্রয়াসের সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক ইমরান আলী, প্রয়াস ফোক-থিয়েটার ইনস্টিটিউটের টিম লিডার আহম্মেদ ফ্রান্সসহ প্রয়াস এগ্রোর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে ড. হাসানুজ্জামান প্রয়াস ফোক-থিয়েটার ইনস্টিটিউটের পরিবেশনায় গান ও গম্ভীরা উপভোগ করেন। পরে রেডিও মহানন্দার স্টুডিও পরিদর্শন করেন।