দৈনিক গৌড় বাংলা

সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব হলেন শফিকুল আলম

 

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে বার্তা সংস্থা এএফপি’র বাংলাদেশ ব্যুরো প্রধান শফিকুল আলমকে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগ আদেশ প্রকাশ করা হয়।
রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় গত মঙ্গলবার এ প্রজ্ঞাপন জারি করে।
সরকারের সচিব পদমর্যাদায় শফিকুল আলমকে চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হয়েছে। প্রেস সচিব হিসেবে শফিকুল আলমের মেয়াদকাল হবে প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে। তার মূল বেতন হবে ৭৮ হাজার টাকা (নির্ধারিত)। চুক্তি অনুযায়ী তিনি অন্যান্য সুবিধাও পাবেন।
সাংবাদিক শফিকুল আলম প্রায় দুই দশক ধরে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিতে কাজ করছেন।

About The Author