প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৭৭৪৯০ টাকা দিল শিল্পী সমাজ
দেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সংগঠন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছে। পিছিয়ে নেই জেলার শিল্পী সমাজও। ‘চাঁপাইনবাবগঞ্জ শিল্পী সমাজে’র উদ্যোগে ৭৭ হাজার ৪৯০ টাকা সংগ্রহ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ত্রাণ তহবিলে জমা দেয়া হয়েছে।
সোমবার সোনালী ব্যাংকের মাধ্যমে এই টাকা জমা দেয়া হয়। বিষয়টি জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনকে অবহিতকরণ পত্রের মাধ্যমে শিল্পী সমাজের পক্ষ থেকে জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন- মোহা. আলাউদ্দিন, এ কাশেম অনু, সাদরুল ইসলাম তাজ, হাসানুজ্জামান হাসান, সুমন মাহমুদ, অধরা মন্ডল, পায়েল সাহা, মেরাজ, অনিসাসহ অন্যরা।