তৃণমূল পর্যায়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে উঠান বৈঠক করছেন জাতীয় সংসদে সংরক্ষিত আসন ৩৩৮, চাঁপাইনবাবগঞ্জের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি।
রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের রেল বস্তিতে সরকারের উন্নয়নের কথা জনগণকে অবহিত করার জন্য এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে ফেরদৌসী ইসলাম জেসি ছাড়াও উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত পরিচালক ড. মো. সাইফুল ইসলাম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি শাহিনা জামান, সাংগঠনিক সম্পাদক শরীফা খাতুন বেবি, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাসলিমা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-৩ নাজনীন ফাতেমা জিনিয়াসহ গণম্যান্য ব্যক্তিবর্গ।
ফেরদৌসী ইসলাম জেসি বলেন- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেল। পদ্মা সেতুর মতো বড় প্রকল্প বাস্তবায়ন করেছেন, সেতুটি হওয়ার কারণে দক্ষিণবঙ্গের মানুষের জীবন বদলে গেছে। মেট্রোরেল নির্মাণ করে ঢাকা শহরের যানজট নিরসন করেছে আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু টানেলের কাজ এগিয়ে চলেছে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার কাজ শুরু হয়ে গেছে।
জেসি বলেনÑ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করে বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধীসহ বিভিন্ন ধরনের ভাতা দিচ্ছেন। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বছরের শুরুতেই শিশুদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন। শুধু তাই নয়, এই চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলের মানুষকে পদ্মার ভাঙনের হাত থেকে বাড়িঘর ও ফসলি জমি রক্ষায় ৫৬০ কোটি টাকা ব্যয়ে তীর রক্ষা করে দিয়েছেন, ‘শেখ হাসিনা’ সেতু করে দিয়েছেন, বনলতা ট্রেন দিয়েছেন। আরো অনেক কিছু দিয়েছেন, যা বলে শেষ করা যাবে না। তাই সরকারের এসব উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী জাতীয় নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করার জন্য আহŸান জানান তিনি।