প্রধানমন্ত্রীর ছবি অবমাননার অভিযোগে গোমস্তাপুরে হোমিও চিকিৎসকের বিরুদ্ধে মামলা

132

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির অবমাননার অভিযোগে আটক হোমিও চিকিৎসক এস্তাবুল (৪০)এর বিরুদ্ধে  রবিবার সন্ধ্যায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের হয়েছে। গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক রেজাউল করিম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এর আগে শনিকার সন্ধ্যায় তাকে আটক করা হয়।  গোমস্তাপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) শেখ শাহীন কামাল জানান, পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশনা পেয়ে রবিবার সন্ধ্যায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট দেয়ায় এবং “বাঁকশালেরকেল্লা” নামক ফেসবুক পেজসহ পোস্টটি শেয়ার করার অপরাধে হোমিও চিকিৎসক এস্তাবুল (৪০)কে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় অভিযুক্ত করা হয়েছে ।
উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যা ৭ টার দিকে বাঁকশালেরকেল্লা নামক ফেসবুক পেজ থেকে পোস্ট করা একটি ছবি শেয়ার করার অভিযোগে গোমস্তাপুর বাজার এলাকার থেকে গোমস্তাপুর ইউনিয়নের বোগলা কাঁঠাল গ্রামের মুনসুর আলীর ছেলে হোমিও চিকিৎসক এস্তাবুকে আটক করে পুলিশ।