চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকার অসুস্থ ১০ জন নারী ও পুরুষের মধ্যে ৪ লক্ষ চল্লিশ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় জেলা শহরের শহীদ মনিমুল হক সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে চেকগুলো বিতরণ করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী।
চেক বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা মন্ডল, সহসভাপতি ডা. গোলাম রাব্বানী, কৃষি গবেষণা কেন্দ্রের অবসরপ্রাপ্ত পরিচালক ড. সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হাই, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শামসুদ্দিন হাজি বাবলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমানসহ অন্যরা।