শনিবার, ১৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on জুলাই ১৪, ২০২৪ by

প্রথম ‘স্মার্ট রিং’ উন্মোচন করলো স্যামসাং

ফিটনেস ও স্বাস্থ্যবিষয়ক প্রযুক্তিপ্রেমীদের আকৃষ্ট করার লক্ষ্যে বিশ্বের প্রথম টেক জায়ান্ট হিসেবে নতুন ‘স্মার্ট রিং’ উন্মোচন করেছে স্যামসাং। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মাধ্যমে ‘সুপারচার্জিং’ করা ডিভাইসগুলোর ইকোসিস্টেমের সর্বশেষ সংযোজন এটি। ফ্রান্সের প্যারিস শহরে বুধবার অনুষ্ঠিত ‘গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট’-এ ‘গ্যালাক্সি রিং’ উন্মোচন করেছে কোম্পানিটি। স্মার্ট রিং কী? স্মার্ট রিং, যেখানে বিভিন্ন ধরনের স্বাস্থ্যবিষয়ক তথ্য পর্যবেক্ষণে ক্ষুদ্র সেন্সর ব্যবহার হয়ে থাকে, তা এতদিন পর্যন্ত একটি সৌখিন পণ্য হিসেবেই বিবেচিত হতো। স্মার্ট রিংয়ের মাধ্যমে হার্ট রেট, ঘুম ও পিরিয়ডের মতো নানা স্বাস্থ্যবিষয়ক তথ্য পাওয়া যায়। এ মুহুর্তে স্মার্ট রিংয়ের বাজারে রাজত্ব করছে ফিনল্যান্ডের হেলথ টেক কোম্পানি ‘ওরা’। সাম্প্রতিক বছরগুলোয় কিম কার্দাশিয়ানের মতো তারকাদের কাছে ফিটনেস টেক ফ্যাশনের প্রধান উৎস হয়ে উঠেছে স্মার্ট রিং বিশ্লেষকরা বলছেন, আকারে ছোট ও মসৃণ হওয়ায় অ্যাপল ওয়াচ ও গুগল পিক্সেল ওয়াচের মতো স্মার্টওয়াচের উত্তরসূরি হতে পারে এটি। স্যামসাংয়ের মোবাইল বিভাগের যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড অংশের প্রধান জেমস কিটো এ রিং উন্মোচনকে কোম্পানির জন্য ‘বড় মূহুর্ত’ বলে আখ্যা দিয়েছেন। আর একে তিনি ব্যাখ্যা করেছেন, ‘এখন পর্যন্ত স্যামসাংয়ের সবচেয়ে ছোট ও স্বতন্ত্র পণ্য’ বলে, যা ২৪ ঘণ্টাই স্বাস্থ্য, সুস্থতা ও ঘুমের তথ্য দিয়ে থাকে। স্মার্ট ওয়াচে সাধারণত স্মার্ট রিংয়ের চেয়ে বেশি সেন্সর থাকে, যার ফলে বিভিন্ন ধরনের স্বাস্থ্যবিষয়ক ডেটায় প্রবেশ করে সেগুলো দেখার সুযোগ মেলে। তবে অনেকেই ভারী স্মার্ট ওয়াচ ব্যবহার করতে চান না। বিশেষ করে রাতের বেলায় স্মার্টওয়াচ পরে কেউ ঘুমাতেও স্বাচ্ছন্দ্যবোধ করেন না। সে তুলনায় স্মার্ট রিং বেশি সুবিধার। এমনকি স্মার্টওয়াচের আরামদায়ক ও আড়ম্বরের বিকল্প হিসেবেও কাজ করবে এটি। ডিভাইসটি স্যামসাংয়ের গ্যালাক্সি স্মার্টফোনগুলোয় কাজ করবে, যা চালাতে প্রয়োজন পড়বে অ্যান্ড্রয়েড ১১ বা এর চেয়েও উন্নত অপারেটিং সিস্টেমের।
২৪ জুলাই থেকে যুক্তরাজ্যের বাজারে আসবে ডিভাইসটি, যার দাম পড়বে ৩৯৯ পাউন্ড (৫১৫ ডলার)।

About The Author

শেয়ার করুন