প্রথমবার সজলের সঙ্গে পরীমনি

64

05-Pori-Sajol

টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা সজলের সঙ্গে পর্দায় হাজির হচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি। নতুন কোনো ছবিতে নয়। টিভি পর্দায়ই আসছেন এ দুই তারকা। আজ আরটিভির লাক্স স্টার অ্যাওয়ার্ড ২০১৫-এর জমকালো আসর বসতে যাচ্ছে। এ অনুষ্ঠানে একসঙ্গে নাচ পরিবেশন করবেন সজল ও পরীমনি। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর স্মরণে এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে রাখা হয়েছে বিশেষ আয়োজন। সজল ও পরীমনি নাচ পরিবেশন করবেন সালমান শাহ অভিনীত চারটি ছবির চার গানে। এ প্রসঙ্গে পরীমনি জানান, এই প্রথমবার সজল ভাইয়ার সঙ্গে কাজ করলাম। আমি তো ফিল্মেই কাজ করি। আর তিনি নাটকেই বেশি কাজ করেন। যে কারণে দুজনের একসঙ্গে পারফর্ম করাটা হয়ে ওঠেনি। আরটিভির লাক্স স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমরা দুজন একসঙ্গে কাজ করছি। খুবই ভালো লাগছে। আরও বেশি ভালো লাগছে, সালমান শাহ ভাইয়ার স্মরণে তারই অভিনীত ছবির গানে পারফর্ম করছি বলে।
আশা করছি সবার ভালো লাগবে। সজল বলেন, নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করছি। তবে পরীমনির সঙ্গে সে জায়গাটিতেও কাজ করিনি। অনেক ভালো লাগছে আরটিভির এ আয়োজনে থাকতে পেরে। আশা করছি অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মাতাতে পারবো।