Last Updated on ডিসেম্বর ১৯, ২০২৪ by
প্রথমবার জুটি বাঁধলেন শাহিদ-তৃপ্তি
শাহিদ-তৃপ্তি জুটির নতুন অ্যাকশন ফিল্ম ‘অর্জুন উস্তারা’ আসতে চলেছে আগামী বছর। এই ছবিতে শাহিদের বিপরীতে অভিনয় করবেন তৃপ্তি দিমরি। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে এ সিনেমার ঘোষণা দেয়া হয়েছিল। ছবিটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। সিনেমাটির শুটিং শুরু হবে আগামী বছরের ৬ জানুয়ারি থেকে এবং মুক্তি পাবে আগামী বছরের ৫ ডিসেম্বর। ‘অর্জুন উস্তারা-র গল্প গড়ে উঠেছে স্বাধীনতা-পরবর্তী সময়ের মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের পটভূমিতে। ছবিটি ৯০-এর দশকের গ্যাংস্টারদের জীবনচিত্র তুলে ধরবে। প্রযোজকরা সেই সময়কার মুম্বাইকে আবারও পর্দায় ফুটিয়ে তোলার পরিকল্পনা করছেন। সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি; নির্মাতারা অর্জুন উস্তারা বা ইভিল নামের মধ্যে যেকোনো একটি চূড়ান্ত করবেন বলে জানা গেছে। সাজিদ নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্টের অফিসীয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এ তথ্যটি জানানো হয়েছে। শাহিদ এবং তৃপ্তির পাশাপাশি ছবিতে অভিনয় করছেন নানা পাটেকর এবং রণদীপ হুডা। আনুষ্ঠানিক ঘোষণার পর ভক্তরা ছবির অভিনয়শিল্পী ও পরিচালকের প্রশংসা করেছেন। গতকাল শাহিদ কাপুরও ইনস্টাগ্রাম স্টোরিতে তার এই নতুন ছবির প্রস্তুতি নিয়ে পোস্ট করেন। তিনি লেখেন, প্রেপ টাইম, নায়া সাল নায়া মাল শাহিদকে শেষবার কৃতি শ্যাননের সাথে তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া সিনেমাতে দেখা গিয়েছিল। ছবিতে শাহিদ একজন রোবট বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছিলেন, যে এক রোবটের প্রেমে পড়ে যায়। ৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া, বক্স অফিসে ভালো ব্যাবসা করেছে এই ছবি। তৃপ্তিকে সর্বশেষ ভিকি কৌশলের সাথে ব্যাড নিউজ ছবিতে দেখা গিয়েছিল। তৃপ্তি ভুল ভুলাইয়া থ্রি-তে কাজ করেছেন, প্রথমবারের মত কার্তিক আরিয়ানের নায়িকা হিসাবে। সব মিলিয়ে তৃপ্তির ক্যারিয়ার এখন তুঙ্গে!