দৈনিক গৌড় বাংলা

মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

প্রথমবার জুটি বাঁধলেন রাজ-ভাবনা

বেশ কিছুদিন আগে থেকেই জানা যায় নির্মাতা হিমু আকরাম নির্মাণ করতে যাচ্ছেন তার প্রথম সিনেমা ‘আলতাবানু জোছনা দেখেনি’। তিন সময়ের গল্পকে ঘিরে নির্মিত হতে যাচ্ছে এই ডার্ক থ্রিলার সিনেমা। এতে অভিনয় করছেন ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি ও দেশের তারকা শরীফুল রাজকে। এবার জানা গেল শরীফুল রাজের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ভাবনা বলেন, ‘চরিত্রটা পছন্দ হয়েছে। পরিচালক খুব চেয়েছেন আমি যাতে কাজটা করি। যখন কোনো পরিচালক আমাকে এভাবে চান কোনো চরিত্রে সেটা আমার জন্য সম্মানের। স্বস্তিকা মুখার্জি ও রাজ আমার পছন্দের শিল্পী। তাদের সঙ্গে কাজের জন্যে মুখিয়ে আছি।’ অন্যদিকে শরীফুল রাজ একাই এ সিনেমায় অভিনয় করবেন তিনটি চরিত্রে। চরিত্র তিনটির নাম প্রেমচাঁদ, সুজন মিয়া ও মুইনুল হোসেন। এটা আসলে এক মানুষের তিনটি রূপ। একটার সঙ্গে আরেকটার মিল নেই কোনো-এমনটাই জানালেন নির্মাতা। পরিচালক হিমু আকরাম সিনেমাটি নিয়ে গণমাধ্যমকে বলেন, ‘অনেক দিন ধরেই সিনেমাটির পরিকল্পনা করছিলাম। এটা একটা ডার্ক থ্রিলার জনরার গল্প, যেখানে তিনটা সময়কে ধারণ করে নির্মিত হবে। পুরান ঢাকা থেকে শুরু করে গল্পটা যাবে সৈয়দপুর রেল জংশনে এবং অষ্টগ্রামের হাওরে গিয়ে এর গল্প শেষ হবে। যেহেতু তিনটা সময়কে দেখানো হবে সে অনুযায়ী গল্পের হিরোর লুকেরও কিছু বিষয় পরিবর্তনের ব্যাপার আছে। সেজন্য এ রকম গল্পের সঙ্গে যায়, এমন কাউকে খুঁজছিলাম প্রায় আট মাস ধরে। অবশেষে শরিফুল রাজকে পেলাম। তিনজনের সঙ্গেই সাইনিংসহ সব ধরনের প্রস্তুতি শেষ। শুটিং শুরু করার জন্য একদম প্রস্তুত।’ জানা গেছে, সেপ্টেম্বরেই সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা করছেন নির্মাতা। এতে আরো অভিনয় করবেন মামুনুর রশীদ, আরফান মৃধা শিবলু, ইলোরা গহর, মুকিত জাকারিয়া প্রমুখ।

About The Author