প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেলেন বোয়েন

17

আগামী মাসে হাঙ্গেরি, ইতালি ও জার্মানীর বিপক্ষে অনুষ্ঠিতব্য নেশন্স লিগের ম্যাচকে সামনে রেখে প্রথমবারের মত ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের জার্ড বোয়েন। ওয়েস্ট হ্যামের হয়ে অসাধারণ এক মৌসুম কাটানোর পুরস্কার হিসেবেই বোয়েনকে দলে ডেকেছেন ইংলিশ ম্যানেজার গ্যারেথ সাউথগেট। সব ধরনের প্রতিযোগিতা তিনি হ্যামার্সদের হয়ে সর্বোচ্চ ১৮ গোল করেছেন। তার নৈপুন্যে পূর্ব লন্ডনের ক্লাবটি ইউরোপা লিগের সেমিফাইনালে খেলেছে। বোয়েন ছাড়াও দলে আরো ডাক পেয়েছেন লিস্টার সিটি ডিফেন্ডার জেমস জাস্টিন ও ১১ বছর পর এসি মিলানকে সিরি-আ শিরোপা জয়ে সহযোগিতা করা ডিফেন্ডার ফিকায়ো টোমোরি। নেশন্স লিগে ইংল্যান্ড লিগ-এ’র গ্রুপ-৩’এ প্রতিদ্বন্দ্বীতা করবে। আগামী ৪ জুন বুদাপেস্টে হাঙ্গেরির আতিথ্য নিবে ইংলিশরা। তিনদিন পর জার্মান সফর শেষে ১১ জুন ইতালিতে আতিথ্য দিবে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি হয়ে উঠবে গত বছরের ইউরোর ফাইনাল। ১৪ জুন আবারো হাঙ্গেরিকে ঘরের মাঠে স্বাগতি জানাবে সাউথগেটের শিষ্যরা। কাতার বিশ্বকাপকে সামনে রেখে সাউথগেটের সামনে দারুন এক সুযোগ খেলোয়াড়দের পরখ করে নেবার। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে বাজে একটি মৌসুম কাটানোর পরও রক্ষনভাগে হ্যারি ম্যাগুয়েরের উপরই আস্থা রেখেছেন সাউথগেট। দলে নতুন মুখ হিসেবে জায়গা করে নিয়েছেন ক্রিস্টাল প্যালেসের মার্ক গুয়েহি ও আর্সেনালের বেন হোয়াইট। মধ্যমাঠে ম্যাসন মাউন্ডের পাশাপাশি চেলসি থেকে প্যালেসে খেলতে আসা কনর গালাঘার তার তিনটি ম্যাচের পাশে আরো কিছু ম্যাচ যোগ করতে পারেন। রোমার হয়ে ১৭ গোল করা টামি আব্রাহামকে জায়গা ছেড়ে দিতে হতে পারে হ্যারি কেনকে। বাদ পড়া খেলোয়াড়দের মধ্যে উল্লেখযোগ্য হলেন এভারটনের স্ট্রাইকার ডোমিনিক কালভার্ট-লুইন ও লিস্টার সিটির প্লেমেকার জেমস ম্যাডিসন।
স্কোয়াড :
গোলরক্ষক : জর্ডান পিকফোর্ড, নিক পোপে, এ্যারন রামসডেল
ডিফেন্ডার : ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড, কনর কোডি, মার্ক গুয়েহি, রেসি জেমস, জেমস জাস্টিন, হ্যারি ম্যাগুয়েরে, জন স্টোনস, ফিকায়ো টোমোরি, কিয়েরান ট্রিপিয়ার, কাইল ওয়াকার, বেন হোয়াইট।
মিডফিল্ডার : জুড বেলিংহ্যাম, কনর গালাঘার, ম্যাসন মাউন্ড, কারভিন ফিলিপস, ডিক্লান রাইস, জেমস ওয়ার্ড-প্রাউস।
ফরোয়ার্ড : হ্যারি কেন, টামি আব্রাহাম, জার্ড বোয়েন, ফিল ফোডেন, জ্যাক গ্রীলিশ, হ্যারি কেন, বুকায়ো সাকা, রাহিম স্টার্লিং।