প্রথমবারের মতো ১ হাজার জেলে পেতে যাচ্ছে ২০ কেজি করে চাল

11

এবারই প্রথমবারের মতো চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার জেলে পরিবারের জন্য ২০ কেজি করে চাল বরাদ্দ পাওয়া গেছে। শিগগিরই এসব চাল জেলেদের মধ্যে বিতরণ করা হবে। মঙ্গলবার ইলিশ সম্পদ উন্নয়ন বিষয়ক চাঁপাইনবাবগঞ্জ জেলা টাস্কফোর্সের সভায় এ কথা জানানো হয়।

এছাড়া সভায় সিদ্ধান্ত হয়, মা ইলিশ সংরক্ষণের লক্ষে আগামী ৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় সম্পূর্ণ বন্ধ থাকবে। এ সময়কাল হচ্ছে ইলিশের প্রধান প্রজনন মৌসুম। কাজেই এ সময়ের মধ্যে কেউ এ নিষেধাজ্ঞা অমান্য করলে তা হবে দ-নীয় অপরাধ।
বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইলিশ সম্পদ উন্নয়ন বিষয়ক জেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এ.কে.এম. তাজকির-উজ-জামান। সভায় উপস্থিত ছিলেন, কমিটির সদস্য সচিব জেলা মৎস্য অফিসার ড. মো. আমিমুল এহসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মঞ্জরুল হুদা, সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা, মো. মাসুদ রানা, সিনিয়র শিবগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা বরুণ কুমার মন্ডল, জেলে প্রতিনিধি শ্রী ধর্ম হালদারসহ কমিটির অন্য সদস্যবৃন্দ।
সভার সভাপতি এ.কে.এম. তাজকির-উজ-জামান, এবারই প্রথমবারের মতো চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার জেলে পরিবারের জন্য ২০ কেজি করে চাল বরাদ্দ পাওয়া গেছে। যা সদর উপজেলায় ৫৫০ জন ও শিবগঞ্জ উপজেলায় ৪৫০ জন জেলের মাঝে বিতরণ করা হবে। ইলিশ আহরণ বন্ধকালীন এসব জেলে পরিবারদের এই চাল উপকারে আসবে। এছাড়াও ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং এ সময়ের মধ্যে পদ্মায় ইলিশ আহরণ বন্ধ রাখতে ভারত সরকারকে চিঠি দেয়া হবে বলে জানান তিনি।