শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on জুলাই ৮, ২০২৪ by

প্রথমবারের মতো মা হচ্ছেন ‘বার্বি’ তারকা রবি

‘বার্বি’ অভিনেত্রী মার্গট রবি মা হতে চলেছেন! চলচ্চিত্র প্রযোজক ও স্বামী টম অ্যাকারলির সাথে তার প্রথম সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত অভিনেত্রী। ইতালিতে দুজনের অবকাশ যাপনের কিছু ছবি প্রকাশ হওয়ার পর থেকেই রবির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ভক্তদের নজরে আসে। ছবিতে ‘বেবি বাম্প’ দেখা যাচ্ছে অভিনেত্রীর, যার ফলে তার মা হওয়ার বিষয়টি আলোচনায় উঠে আসে। এদিকে একাধিক সূত্র পিপল ম্যাগাজিনকে অভিনেত্রীর গর্ভাবস্থার বিষয়টি নিশ্চিত করেছে। যদিও মার্গট কিংবা তার স্বামীর পক্ষ থেকে এখনো কোনো ঘোষণা আসেনি। মার্গট রবি এবং টম অ্যাকারলি ২০১৩ সালে ‘ওয়ার্ল্ড ওয়ার ২’-এর সেটে প্রেমে পড়েন এবং ২০১৬ সালে বিয়ে করেন। সম্প্রতি এই দম্পতিকে ইতালির লেক কোমোতে একটি রোমান্টিক বোট যাত্রা উপভোগ করতে দেখা গেছে। বার্বি তারকাকে একটি সাদা ক্রপ টপে ও স্টাইলিশ ওভারসাইজ ব্লেজারে দেখা গেছে। ছবিতে অভিনেত্রীর বেবি বাম্প প্রকাশ পেয়েছে। স্বামী টম অ্যাকারলিকেও দেখা গেছে যতœ নিতে মার্গটের। ২০১৩ সালে প্রথম সাক্ষাতের পর তিন বছর প্রেমের সম্পর্কে ছিলেন মার্গট-ম্যাকারলি। এরপর ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বায়রন বেতে একটি ব্যাক্তিগত অনুষ্ঠানে মার্গট এবং অ্যাকারলি বিয়ে করেন। এই জুটি নিজেদের দাম্পত্য জীবন বেশ ব্যক্তিগত রাখেন।

About The Author

শেয়ার করুন