জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী (৫০ বছর) উদ্্যাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসদের আয়োজনে যৌথ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত যৌথ প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জাসদ কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল্লাহিল কাইউম।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জাসদের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মেহের আলী, কেন্দ্রীয় জাসদের সহ-সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, কেন্দ্রীয় জাসদের সহসম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, রাজশাহী মহানগর জাসদের সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু, রাজশাহী মহানগর যুবজোটের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন।
জেলা জাসদের সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে প্রতিনিধি সভায় আরো উপস্থিত ছিলেনÑ জেলা জাসদের সহসভাপতি আব্দুল হামিদ রুনু, জেলা যুবজোটের সভাপতি তরিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের (জাসদ) সাবেক সভাপতি আব্দুল মজিদসহ অন্য নেতৃবৃন্দ।
Home চাঁপাইনবাবগঞ্জ প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা জাসদের যৌথ প্রতিনিধি সভা