Last Updated on ডিসেম্বর ৬, ২০২৪ by
প্রতিযোগিতা থাকলেই কাজের গতি বাড়ে : রাজশাহীতে প্রয়াসের ষান্মাসিক অগ্রগতি পর্যালোচনা সভায় হাসিব হোসেন
রাজশাহীতে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির দুই দিনব্যাপী ষান্মাসিক অগ্রগতি ও পর্যালোচনা সভা শুক্রবার থেকে শুরু হয়েছে। বিকেলে রাজশাহীর বায়ায় আশ্রয় ট্রেনিং সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন।
সভার শুরুতে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটিতে কর্মরত থাকাকালীন মৃত্যুবরণকারীদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে হাসিব হোসেন বলেন, সকল কাজে প্রতিযোগিতা আছে এবং থাকবে। প্রতিযোগিতা থাকলে কাজের গতি বাড়বে, এর মাধ্যমে আপনারা কাজের পরিচয় দিতে পারবেন। এর জন্য দরকার চেষ্টা ও ধৈর্য, তাহলে আপনি আগামীতে আরো এগিয়ে যাবেন। তিনি আরো বলেন, আমি একটা সময় প্রয়াস থেকে কোনো বেতন পেতাম না। এখন আমিসহ আমরা সবাই বেতন পাই। আমাদের সাধারণ কমিটিতে যারা আছেন, তারা কোনো সম্মানী পান না। তারা আমাদেরকে নিরলসভাবে সহযোগিতা করে যাচ্ছেন, এ জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তারা আমাদের পাশে আছেন বলেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারছি।
হাসিব হোসেন আরো বলেন, আপনারা যদি বিশ্বাস রেখে ধৈর্য নিয়ে এগিয়ে যান, তাহলে সকল কাজে সফল হবেন।
প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির পরিচালক পঙ্গজ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সভায় সূচনা বক্তব্য দেন প্রয়াসের পরিচালক (মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস।
সভায় প্রধান অতিথি হাসিব হোসেনেকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন প্রয়াস কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেনÑ প্রয়াসের যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, সিনিয়র সহকারী পরিচালক (অডিট) আবুল খায়ের খান, সহকারী পরিচালক জুলফিকার আলী, কনিষ্ঠ সহকারী পরিচালক ফিরোজ আলম, তানভীর আহমেদ, তাকিউর রহমান, আবুল কালাম আজাদ, শাহাদৎ হোসেনসহ সকল জোনপ্রধান, আঞ্চলিক ব্যবস্থাপক, ইউনিট ব্যবস্থাপকসহ অন্যরা।
সংস্থাটির প্রতিষ্ঠাতা হাসিব হোসেন আরো বলেন, আজকে আপনাদের কাজের অগ্রগতির ভিত্তিতে ৯টি পুরস্কার দেয়া হবে। যারা পুরস্কার পাবেন না তারা মন খারাপ না করে আগামীতে কাজের গতি বাড়িয়ে পুরস্কার পাওয়ার যোগ্যতা অর্জন করবেন। আমরা আগামীতে আরো বেশি করে পুরস্কার দিতে চাই।
তিনি আরো বলেন, আমরা সবসময় চেষ্টা করব ভালো কিছু করার জন্য। নিজেকে কখনো ছোট ভাববেন না। নিজেকে বড় ভাবেন, আগামীতে আরো কিভাবে বড় হওয়া যায়, সেটা ভাবেন। এর মাধ্যমে শুধু যে আপনি বড় হবেন তা কিন্তু নয়, এর মাধ্যমে আপনার প্রতিষ্ঠান আপনার এলাকা বড় হবে এটাই তো প্রত্যাশা আমাদের। ছোট গণ্ডিতে যখন কাজ করবেন তখন মনে হবে নিজের জন্য কাজ করছেন, যখন বড় পরিসরে কাজ করবেন তখন মনে হবে যে সবার জন্য কাজ করছি। কাজেই নিজের ভাবনাটাকে প্রসারিত করতে হবে।
হাসিব হোসেন বলেন, আপনি যত শিখবেন তত উন্নতি করতে পারবেন। প্রয়াসের জন্য নিজের জন্য পরিবারের কথা ভেবে কাজের উন্নতি করতে হবে, সফলতার সাক্ষর রাখতে হবে। তিনি বলেন, আপনাদের মধ্যে থেকে আরো বড় পর্যায়ে প্রয়াস কাজ করুক, এটা আমার প্রত্যাশা। আমরা একে অপরের বন্ধু, সহযোদ্ধা হয়ে কাজ করতে চাই তাহলে আমাদের কাজের গতি আরো বাড়বে বলে আমি মনে করি। একসাথে কাজ করে আগামীতে আমরা আরো এগিয়ে যেতে চাই। আমাদের যারা স্টেকহোল্ডার আছে তাদের সহযোগিতার মাধ্যমে সামনে এগিয়ে নিতে চাই। আমাদের সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে এগিয়ে যেতে হবে।
তিনি আরো বলেন, আপনাদের পুরস্কৃত করার মধ্যে দিয়ে কাজের স্পৃহা বাড়াতে চাই। আগামী ৬ মাসের কাজের অগ্রগতি সুন্দরভাবে হাতের মুঠোয় নিয়ে এগিয়ে যান, তাহলে আপনারা আগামীতে সফল হবেন।
প্রথম দিনে আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের শিল্পীরা।