চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার ১৩২ জনের মাঝে ২০১৮-১৯ অর্থবছরের ভাতা বিতরণ করেছে পৌর সমাজসেবা অফিস। এর মধ্যে ১১৩ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তি ৯ লাখ ৫২ হাজার টাকা এবং ১৯ জন হরিজন, দলিত ও বেদে শিক্ষার্থীর মাঝে ১ লাখ ৮৪ হাজার ২০০ টাকা বিতরণ করা হয়।
দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব ভাতার চেক বিতরণ করেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক উম্মে কুলসুমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. তাজকির-উজ-জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সিরাজুম মনির আফতাবী ও শহর সমাজসেবা কর্মকর্তা ইমতিয়াজ কবীর।