প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব

39

চাঁপাইনবাবগঞ্জে এক নারীর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে অর্থ আত্মসাতের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি জেলার সদর উপজেলার মরাপাগলা ফাটাপাড়া গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে মো. শাহজাহান আলী (৪৫)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তি দুই বছর আগে প্রবাসে থাকাকালে ওই নারীর সাথে তার সখ্যতা গড়ে ওঠে এবং তারা পরকীয়ায় লিপ্ত হন। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে নারীর সংসারে বিচ্ছেদ ঘটে। এ সময় শাহজাহান আলী ওই নারীর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথোপকথনের সময় স্পর্শকাতর ছবি/ভিডিও ধারণ করে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। এছাড়া তার নামে ফেসবুকে একটি ফেক অ্যাকাউন্ট খুলে। ওই নারী এসব থেকে সরে আসতে চায়লে গ্রেপ্তার হওয়া শাহজাহান তাকে ব্ল্যাকমেইল করে ওই নারীর কাছ থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নেয় এবং অবৈধ সম্পর্কে বাধ্য করে। পারিবারিকভাবে বিষয়টি মিটমাট করার চেষ্টা করলেও শাহজাহান আলী রাজি হয়নি। পরবর্তীতে দুই মাস আগে ওই নারী পুনরায় একটি বিয়ে করেন। কিন্তু শাহজাহান আলী তা মেনে নিতে না পেরে ওই নারীর নামে খোলা ফেক ফেসবুক অ্যাকাউন্টে তাদের পুরনো অশ্লীল ছবি এবং ভিডিও বিভিন্ন মানুষের কাছে ছড়িয়ে দেয়। ওই নারী ও তার পরিবারের এ-সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল গত রবিবার বিকেলে অভিযান চালিয়ে অশ্লীল কার্যকলাপে ব্যবহৃত মোবাইলসহ মো. শাহজাহান আলীকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা করা হয়েছে।