বাংলা সংগীতের কিংবদন্তি সুর¯্রষ্টা প্রয়াত লাকী আখান্দ। নন্দিত এই শিল্পীর জন্মদিন আগামী ৭ জুন। এ উপলক্ষে শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে দর্শকপ্রিয় কণ্ঠশিল্পী মনজুরুল ইসলাম নিয়ে এলেন ‘মেলে দিক পাখনা’ শিরোনামে গান। বিখ্যাত গীতিকার গোলাম মোর্শেদের কথায় এ গানের সুর করেছেন লাকী আখান্দ। দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের মিউজিক ইউটিউব চ্যানেলে গতকাল গান-ভিডিও মুক্তি পেয়েছে। গত ঈদুল ফিতরে গানটি সাগর জাহান পরিচালিত মোশাররফ করিম ও তানজিন তিশা অভিনীত ‘চিত্রা তার অপেক্ষায়’ নাটকে ব্যবহৃত হয়েছে। এবার মুক্তি পেলো অন্তর্জালে। সংগীতশিল্পী মনজুরুল ইসলাম এ দেশের মূলধারার সংগীত ও সেমি ক্ল্যাসিকাল সংগীতের শীর্ষস্থানীয় কণ্ঠশিল্পী। ছায়ানট থেকে সংগীত শিক্ষা সম্পন্ন করার পর ভারতের মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে সংগীতে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ ও ভারতের প্রথিতযশা সংগীত গুরুদেবের কাছে বিভিন্ন পর্যায়ে তালিম গ্রহণ করেন। বর্তমানে ফরাসি ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্রের শাস্ত্রীয় সংগীত বিভাগের প্রধান হিসেবে কর্মরত।