প্রকাশ পেল ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ সিনেমার প্রি-টিজার

4

দেব অভিনীত ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ সিনেমার প্রি-টিজার মুক্তি পেয়েছে। সিনেমায় ব্যোমকেশের চরিত্রে দেবের লুক অনেক দিন আগেই প্রকাশ্যে এসেছে। রুক্মিণীর জন্মদিনে সত্যবতীর প্রথম লুক সামনে এনেছেন দেব নিজেই। এবার প্রকাশ পেয়েছে প্রি-টিজার। আর প্রি-টিজার দেখে ব্যাপক উৎসাহী দেব-রুক্মিণী জুটির ভক্তরা। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে তৈরি হয়েছে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। পরিচালনায় বিরসা দাশগুপ্ত। ব্যোমকেশ বক্সী এই নাম ভূমিকায় অভিনয় করেছেন দেব। আর সত্যবতী হল রুক্মিণী।

প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে খুব শিগগিরই সামনে আসছে টিজারও। যদিও টিজার মুক্তির কোনো নির্দিষ্ট দিন ঘোষণা করা হয়নি। প্রি-টিজারেই রীতিমতো টানটান উত্তেজনা। প্রথম দৃশ্যেই চারদিক অন্ধকার। বজ্রপাতের আওয়াজ, বিদ্যুতের ঝলকানি। আর এরইমধ্যে একজন ধুতি পাঞ্জাবি পরে লণ্ঠন হাতে দুর্গের সিঁড়ি বেয়ে উঠছেন। এরপরের দৃশ্য- এক এক করে মশাল জ¦লে উঠছে, দাউ দাউ করে আগুন।

তারপর নদীর জলে ঝাঁপ দিচ্ছে। অসহমায় মানুষের হাহাকার চিৎকার এরকমই একাধিক টানটান উত্তেজনাময় রোমহর্ষক দৃশ্যের সমাহার প্রি-টিজারে। আর একদম শেষ দৃশ্যে পিছন থেকে ফিরে তাকাচ্ছেন দেব। ধুতি, পাঞ্জাবি, চোখে চশমা ‘ব্যোমকেশে’র! এদিন প্রি-টিজার প্রকাশ পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করেছেন দেবও। সঙ্গে একটি আবদারও করেছেন। দেব লিখেছেন, ‘আমাদের কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনস নেই, শুধু একটা আবদার আছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন আর নিজের পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন।’ সেই সঙ্গে তিনি আরও লিখেছেন, ‘ব্যোমকেশের পুরো টিম অনেক পরিশ্রম করেছে, আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের খুব ভালো লাগবে।’ দেব ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ সিনেমা নিয়ে ব্যাপক আশাবাদী।