প্রকাশ্যে ‘দ্য বয় অ্যান্ড দ্য হেরন’র ট্রেলার

2

সাধারণত নতুন কোনো ছবি মুক্তির আগে এর টিজার, গান, বিভিন্ন চিত্রাংশ ধাপে ধাপে প্রকাশ করে নির্মাতা প্রতিষ্ঠান। মূলত দর্শকদের মাঝে আগ্রহ সৃষ্টি করতেই এত কা-। কিন্তু জাপানিজ অ্যানিমেটর মায়াজাকির শেষ সিনেমাটির ক্ষেত্রে ঘটল একেবারে ভিন্ন ঘটনা। জিবলি নির্মাতা হায়াও মায়াজাকি জাপানিজ অ্যানিমেশনের এক জনপ্রিয় নাম। ছোট-বড় সবাই জিবলির জাদুর দুনিয়ায় বুঁদ করে রাখতে তিনি নির্মাণ করেছেন অসাধারণ সব অ্যানিমেশন মুভি। এ তালিকায় রয়েছে ‘মাই নেইবার টোটোরো’, ‘স্পিরিটিড অ্যাওয়ে’, ‘হাউলস মুভিং ক্যাসেল’, ‘প্রিন্সেস মনোনকে’ এর মতো সিনেমা।

তবে কিংবদন্তি এ নির্মাতা ২০১৩ সালে ‘দ্য ওয়াইন্ড রাইজেস’ মুভিটি মুক্তির পর ঘোষণা দিয়েছিলেন তিনি আর মাত্র একটি মুভি তৈরি করবেন। আর মায়াজাকির শেষ সিনেমাটির নাম হবে ‘দ্য বয় অ্যান্ড দ্য হেরন’। গত বুধবার প্রথমবারের মতো এ মুভির অফিশিয়াল টিজার প্রকাশ করে জিবলি স্টুডিও। যদিও এর আগে জুলাইয়ে বিশেষ কোনো আয়োজন ছাড়াই এ অ্যানিমেশন মুভিটি মুক্তি দেয়া হয়েছিল জাপানে। ট্রেলার দেখে আভাস পাওয়া যাচ্ছে, এ অ্যানিমেশন মুভিটি ডার্ক ফ্যান্টাসি ঘরানার হতে যাচ্ছে। মায়াজাকি এ মুভিতেও জাদুকরী আবহ সৃষ্টি করতে চেয়েছেন।

ট্রেলারের গল্পাংশে দেখা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মাহিতো মাকি নামের এক বালক পারিবারিক ট্র্যাজেডির শিকার হয়ে শহর ছেড়ে গ্রামের দিকে থাকা শুরু করেছে তার পিতার সঙ্গে। আর সেখান থেকেই ধাপে ধাপে এক রহস্যে ঘেরা দুনিয়ার সঙ্গে মাকির পরিচয় ঘটে। এ ছাড়া মায়ের প্রস্থানে মৃত্যুর পরের এক জীবনের সন্ধান কি সে পাবে শেষ পর্যন্ত? মাকির জীবনের সাথে এক রহস্যময় ধূসর বকের কী সম্পর্ক থাকতে পারে? তা-ও জানা যাবে মুভিটি দেখলে। জাপানের প্রেক্ষাগৃহে ‘হাউ ডু ইউ লিভ’ নামে মুভিটি মুক্তি পেলেও ‘দ্য বয় অ্যান্ড দ্য হেরন’ নামেই এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। গাঞ্জাবুরো ইয়োশিনোর উপন্যাস ‘হা ডু ইউ লিভ’ অবলম্বনে এ অ্যানিমেশন মুভিটি তৈরি করা হয়েছে। সূত্র: দ্য ভার্জ