চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ এর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো রুহুল আমিন।
বুধবার বেলা ১১ টা থেকে বিকাল পর্যন্ত জেলার নাচোল ও গোমস্তাপুর উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন তিনি। এরমধ্যে তিনি নাচোল পৌর এলাকার স্টেশন রোডে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জেলা পরিষদের অর্থায়নে পরিচালিত ইলা মিত্র গণপাঠাগার ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তিনি পাঠাগারটিকে পুনরায় চালু ও সংস্কার করার উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, নাচোল পৌর মেয়র মো. আব্দুর রশিদ খান ঝালু, জেলা পরিষদ এর স্থানীয় সদস্য তারিকুজ্জামান সুমন, জেলা পরিষদ সদস্য কবির আহমেদ খান (গোমস্তাপুর) সংরক্ষিত আসনের সদস্য তাসলিমা বেগম, পাঠাগারের সভাপতি অধ্যক্ষ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমানসহ জেলা পরিষদ এর কর্মকর্তাবৃন্দ।
পরে গোমস্তাপুর উপজেলার পারবতীপুর ইউনিয়নের নিমইল পশ্চিম পাড়া জামে মসজিদে জেলা পরিষদ এর অর্থায়নে সাব মার্সিবল পাম্প বসানোর উদ্বোধন করেন। এছাড়া আমনুরা নাচোল সড়কে জেলা পরিষদের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ রুহুল আমিন।