শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on জুলাই ২৮, ২০২৪ by

প্যারিস অলিম্পিকস : এখন পর্যন্ত সোনা পেলেন যারা

গত শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্যারিস অলিম্পিক। এবারের অলিম্পিক আসরে মোট ৩২টি ইভেন্টে ৩২৯টি সোনার লড়াই হবে। বরাবরের মতো এবারও সবচেয়ে বেশি (৪৮টি) পদকের লড়াই অ্যাথলেটিকসে। এরপরই রয়েছে সাঁতার। এই ইভেন্টে অনুষ্ঠিত হবে ৩৫টি সোনার লড়াই। এখন পর্যন্ত যেসব ইভেন্টে সোনার নিষ্পত্তি হয়েছে। শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র দলগতে সোনা জিতেছে চীন। চীনের লিহাও সেং-ইয়ুতিং হুয়াং জুটি ফাইনালে ৬-১২ পয়েন্টে হারিয়েছে দক্ষিণ কোরিয়ার জিহিউম কিউম-হাজুন পার্ক জুটিকে। শুটিংয়ে এটিই প্রথম সোনা চীনের। শুটিংয়ের পর ডাইভিংয়েও প্রথম সোনা জিতেছে চীন। সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ড ডাইভিংয়ে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সোনা জিতেছে তারা। মেয়েদের ব্যক্তিগত টাইম ট্রায়াল সাইক্লিং ইভেন্টে সোনা জিতেছে অস্ট্রেলিয়া। ৩২ বছর বয়সী অস্ট্রেলিয়ান সাইক্লিষ্ট গ্রেস ব্রাউন প্যারিসের ভেজা রাস্তায় ৩২.৪ কিলোমিটার টাইম ট্রায়াল জিতেছেন ১ মিনিট ৩১.৫৯ সেকেন্ড সময় নিয়ে। এই ইভেন্টে এটাই অস্ট্রেলিয়ার প্রথম পদক জয়। প্যারিস অলিম্পিকে অস্ট্রেলিয়ার প্রথম সোনা জয়ও এটি। ছেলেদের সাইক্লিংয়ে সোনা জিতেছে বেলজিয়াম। ব্যক্তিগত টাইম ট্রায়াল সাইক্লিং ইভেন্টে ইতালির ফিলিপ্পো জানাকে হারিয়ে সোনা জিতেছেন রেমেকো ইভেনপোয়েল। ৩৬ মিনিট ১২.১৬ সেকেন্ড সময় নেন এই বিশ্ব চ্যাম্পিয়ন। মেয়েদের জুডোয় সোনা জাপানের। মেয়েদের ৪৮ কেজি জুডো ইভেন্টে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন মঙ্গোলিয়ার বাশানখু বাভুদর্জকে হারিয়ে সোনা জিতেছেন জাপানের তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন সুনোদা নাতসুমি। অলিম্পিকে প্রথম পদক জয়ের পর কাজাখস্তান ছেলেদের জুডোয় জিতে নিয়েছেন সোনা। ৬০ কেজি জুডোর ফাইনালে ফ্রান্সের লুকা মেকেদজিকে হারিয়ে সোনা জিতেছেন কাজাখস্তানের ইয়েলদোস সেমেতভ। স্বাগতিক ফ্রান্স এবার প্রথম সোনার পদকটি পেল ছেলেদের রাগবি সেভেনে। ফিজির বিপক্ষে ২৮-৭ ব্যবধানে ফ্রান্সের জয়ে বড় অবদান বেঞ্চ থেকে নামা আঁতোয়ান দুপন্তের। তার চোখ ধাঁধানো পারফরম্যান্সে জিতেছে ফ্রান্স। সোনা জয়ের আনন্দে গর্জে উঠে ফ্রান্সের গ্যালারি। জার্মানি প্রথম সোনা জিতেছে সাঁতার পুলে। ছেলেদের ৪০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে সোনা জিতলেন জার্মানির লুকাস মার্টেনস। হারিয়েছেন অস্ট্রেলিয়ার এলিজা উইনিংটনকে। প্যারিস অলিম্পিকে সাঁতারে প্রথম সোনাও তার। মেয়েদের ৪০০ মিটার ফ্রিস্টাইলের ফাইনালে ৩ মিনিট ৫৭.৪৯ সেকেন্ড সময় নিয়ে সোনার পদক ধরে রাখলেন অস্ট্রেলিয়ান সাঁতারু আরিয়ার্না টিটমাস। রুপা জিতেছেন ম্যাকিন্টোস। ৪ মিনিট ০.৮৬ সেকেন্ড নিয়ে ব্রোঞ্জ লেডেকির। এই লড়াইয়ে তাকিয়ে ছিল গোটা বিশ্ব। মেয়েদের রিলের পুলেও সোনা জিতেছে অস্ট্রেলিয়া। মেয়েদের দলীয় ১০০*৪ মিটার ফ্রিস্টাইল রিলে সাঁতারে ৩ মিনিট ২৮.৯২ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছে অস্ট্রেলিয়া। এটা নতুন অলিম্পিক রেকর্ড। রুপা জিতেছে যুক্তরাষ্ট্র। ছেলেদের রিলের পুলে সোনা পেয়েছে যুক্তরাষ্ট্র। ১০০*৪ মিটার ফ্রিস্টাইল রিলে সাঁতারে ৩ মিনিট ০৯.২৮ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র। ৩ মিনিট ১০.৩৫ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছে অস্ট্রেলিয়া। ফেন্সিংয়ে মেয়েদের ব্যক্তিগত এপে ফাইনালে সোনা জিতেছেন হংকংয়ের ভিভিয়ান কং। হংকংয়ের প্রথম নারী হিসেবে ফেন্সিংয়ে অলিম্পিক সোনার পদক জিতলেন তিনি। ফ্রান্সের অঁরিয়ে মাল্লো-ব্রেটনের বিপক্ষে তিনটি ধাপ মিলিয়ে নির্ধারিত সময়ে ১২-১২ ব্যবধানে সমতায় ছিলেন তিনবারের এই এশিয়ান চ্যাম্পিয়ন। অতিরিক্ত সময়ে একটি সাডেন ডেথ হিটে হংকংকে এবারের গেমসে প্রথম সোনা এনে দেন কং। ছেলেদের ব্যক্তিগত স্যাবরে ফেন্সিংয়ে সোনা জিতেছেন দক্ষিণ কোরিয়ার ওহ সাংগুক। দক্ষিণ কোরিয়ার প্রথম পুরুষ প্রতিযোগি হিসেবে ব্যক্তিগত স্যাবরে ইভেন্টে সোনা জিতলেন ওহ সাংগুক। তার কাছে ১৫-১১ ব্যবধানে হেরে রুপা জিতেছেন তিউনিসিয়ার ফারেস ফেরজানি।

About The Author

শেয়ার করুন