বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ১৬, ২০২৫ by

পোল্লাডাঙ্গায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪নং ওয়ার্ডের পোল্লাডাঙ্গা মহল্লা থেকে রুহুল আমিন কবির (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মারা যাওয়া কবির ওই মহল্লার বদরুজ্জামানের ছেলে।
বুধবার সন্ধ্যায় রাজশাহী থেকে আসা সিআইডির ক্রাইম সিনের সদস্যদের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করা হয়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান বলেনÑ মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন কবির আলী। আজ দুপুরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, তালাবদ্ধ একটি বাড়িতে একজনের মরদেহ পড়ে আছে। খবর পেয়ে সিআইডি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দিই। ফায়ার সার্ভিসের কর্মীরা তালা ভেঙে বাড়ির ভেতরে ডাইনিংয়ে পড়ে থাকা অবস্থায় কবিরের মরদেহ উদ্ধার করি। এসময় রাজশাহী থেকে আসা সিআইডির ক্রাইম সিনের সদস্যরা প্রয়োজনীয় আলমত সংগ্রহ করেন। পরে কবিরের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এটি হত্যা না আত্মহত্যাÑ এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পেলেই বোঝা যাবে হত্যা না আত্মহত্যা।

About The Author

শেয়ার করুন