দৈনিক গৌড় বাংলা

পোল্যান্ডকে ইউক্রেনীয় ডুবুরিকে গ্রেপ্তারের আহ্বান জার্মানির

পোল্যান্ডকে এক ইউক্রেনীয় ডাইভিং প্রশিক্ষককে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছে জার্মানি। দুই বছর আগে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন উড়িয়ে দেওয়ার অভিযোগ আনা হয় একটি দলের বিরুদ্ধে। এই প্রশিক্ষক ওই দলের অংশ ছিলেন। বুধবার জার্মান মিডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। তবে অপর একটি সংবাদমাধ্যম বলেছে, অভিযুক্ত ওই ব্যক্তি এখন আর পোল্যান্ডে বসবাস করছে না বলে ধারণা করা হচ্ছে। কোটি কোটি ডলারের নর্ড স্ট্রিম ১ এবং ২ গ্যাস পরিবহনকারী পাইপলাইন দুটি বাল্টিক সাগরের নীচে অবস্থিত। ২০২২ সালের সেপ্টেম্বরে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক হামলা শুরু করার সাত মাস পর একের পর এক বিস্ফোরণে পাইপলাইনগুলো ফেটে যায়। জার্মান তদন্তকারীরা মনে করেন, একটি দলের ডুবুরিরা সেখানে বিস্ফোরক রেখেছিল। আর অভিযুক্ত এই ইউক্রেনীয় ডুবুরি এই দলের অংশ ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এআরডি সম্প্রচারকারীসহ এসজেড এবং ডাই জেইট পত্রিকা এই তথ্য জানিয়েছে। এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে জার্মান প্রসিকিউটর জেনারেলের কার্যালয়। প্রতিবেদনটিতে বলা হয়, জুনে পোল্যান্ডের কাছে ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা হস্তান্তর করেছে জার্মান সরকার। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি পোলিশ জাতীয় পাবলিক প্রসিকিউটর অফিস। জার্মান অভ্যন্তরীণ মন্ত্রণালয়ও কোনো প্রকার মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এছাড়া, বিচার মন্ত্রণালয়কে মন্তব্যের অনুরোধ জানিয়ে ইমেল করা হলেও অবিলম্বে কোনো সাড়া পায়নি রয়টাস।

About The Author