চাঁপাইনবাবগঞ্জের পোল্লাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে ১ কেজি ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছেন বিজিবি সদস্যরা। শনিবার ভোর ৪টার দিকে পোল্লাডঙ্গা বিওপির একটি বিশেষ টহল দলের সদস্যরা মালিকবিহীন অবস্থায় হেরোইনগুলো উদ্ধার করেন।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে বলেছেন, নিজস্ব তথ্যের ভিত্তিতে ৫৩ বিজিবি’র পোলাডাঙ্গা বিওপির একটি বিশেষ টহল দল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৭/৩-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের ডেঙ্গাপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ১ কেজি ৬০০ গ্রাম ভারতীয় হেরোইন উদ্ধার করা হয়।