নওগাঁর পোরশায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে ১৯ জন দরিদ্র ব্যক্তি চিকিৎসা সহায়তার চেক পেয়েছেন। অসহায়, দরিদ্র এই ১৯ জন নারী-পুরুষের মধ্যে চিকিৎসা সহায়তা হিসেবে ৯ লাখ ১০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।
রবিবার দুপুরে পোরশা উপজেলা পরিষদ হলরুমে এইসব চেক বিতরণ করেন তিনি।
এছাড়াও পোরশার ৬টি প্রতিষ্ঠানের মধ্যে মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল হতে ১ লাখ ৮ হাজার টাকার চেক ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আইজিএ প্রকল্পের আওতায় ১০০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ১ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পোরশা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার, পোরশা থানার অফিসার ইনচার্জ জহুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।