পোরশায় ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব

18

নওগাঁ জেলার পোরশা উপজেলার গাংগুড়িয়া ইউনিয়নের সরাইগাছি বাজারে অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তার হওয়া ব্যক্তি নওগাঁ জেলার সাপাহার উপজেলার তিলকী গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে মো. রেজাউল করিম (৫০)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে অপারেশন দল মাদকবিরোধী এই অভিযানটি চালায়। অভিযানে ৭৭০ পিস ইয়াবাসহ মো. রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, ২টি সিমকার্ড, ২টি মেমোরি কার্ড এবং নগদ ৩ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।